রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরে বিপুল পরিমাণ গান পাউডার, বেশকিছু স্প্রিন্টার ও ৩০টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি দল। ২১ সেপ্টেম্বর শনিবার রাত পৌনে ৮টার দিকে বহরমপুর সিটি বাইপাস রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওই ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৮টার দিকে মেজর শফিকুল ইসলাম শফিক এর নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর সিটি বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়া এপি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে ৪ কেজি গান পাউডার ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম শফিক বলেন, বড় কোনো নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেই কোন জঙ্গি সংগঠন এগুলো নিয়ে যাচ্ছিল।
