স্টাফ রিপোর্টার : রাজধানীর শনির আখড়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও একটি পিকআপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে ১৫ হাজার পিস ইয়াবাসহ আব্দুল হাকিম (৩০) আটক করে র্যাব-১০।
র্যাব-১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
