খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চান বলেছেন, স্বাধীনতার ৪২ বছরেও আদিবাসী অধ্যুষিত অবহেলিত উপজেলা ঝিনাইগাতীতে আওয়ামী লীগ কোন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়নি। ইতোপূর্বে এই উপজেলা থেকে অনেকেই মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন। এবার দলীয়ভাবে ঝিনাইগাতী থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে তিনি তৃণমূলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে সেই প্রার্থীর পক্ষেই কাজ করবেন। তিনি ২১ সেপ্টেম্বর শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে মডেল প্রকল্প ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী সরকারের সফলতার ঝুড়ি পরিপূর্ণ। তবে অবহেলিত জনপদ ঝিনাইগাতীতে আশানুরূপ উন্নয়ন হয়নি। তারা বৈষ্যম্যের শিকার হয়েছেন। তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিলে কোন বৈষম্য নয়। এ আসনের শ্রীবরদী-ঝিনাইগাতী দুটি উপজেলাতেই সমঅধিকারের ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল প্রমূখ।
