কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে বোমা বহনের সময় বিস্ফোরণে ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা গ্রামের বাজারের গুদাম কোয়ার্টার এলাকায় ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা গ্রামের শফিকুর রহমানের ছেলে সুমন, আবু মিয়ার ছেলে বাবলু ও পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকার বশির আহমদের ছেলে আনোয়ার হোসেন। আহতদের ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে গুণবতী বাজারে খাটরা ও চাপাচৌ গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ও দিনভর থেমে থেমে সংঘর্ষ চলাকালে বোমা তৈরি করে ওই ৩ যুবক চাপাচৌ গ্রামে হামলা করতে যাওয়ার পথে নিজেদের তৈরি বোমা বিস্ফোরণে ৩ যুবক আহত হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিয়া জানান, সংঘর্ষের ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে যতটুকু জানি সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ ব্যক্তি আহত হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
