কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে একটি বাসে তল্লাশি করে ৫ লাখ ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার ভোরে বিজিবি ওই অভিযান চালায়।
টেকনাফ বিজিবি-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ লাখ ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ওই টাকার সবগুলোই এক হাজার টাকার নোট। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
