স্টাফরিপোর্টার : সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আয়োজিত বিভাগীয় জনসভায় ছাত্র লীগের হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্টপার্টি শেরপুর জেলা শাখা ১৯ সেপ্টেম্বর শহরের নিউমার্কেট এক প্রতিবাদ সভার আয়োজন করে।

জেলা শাখার সাধারণ সম্পাদক
আবু আহম্মেদ খান বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সোলায়মান আহম্মদ, মাসুম ইবনে শফিক, খায়রুল আহসান নিউটন, শাহ আলম বাবুল প্রমূখ।
সভায় ১৫ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় জনসভায় ছাত্রলীগের ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। দেশে বাম মোর্চার বহমান সুস্থধারার রাজনীতির উপর ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার পূনরাবৃত্তি না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা ।
