ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন শিকড়ের উদ্যোগে ২০ সেপ্টেম্বর শুক্রবার বৃত্তি পরীক্ষা’র আয়োজন করা হয়। স্থানীয় হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৭ম শ্রেণীর ১শ ৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। হল সুপারের দায়িত্ব পালন করেন, হারুনুর রশিদ। সার্বিক তত্বাবধানে ছিলেন শিকড়ের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা।
উল্লেখ্য, শিকড় ঝিনাইগাতী প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।
