শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর সূত্রাপুরে নির্মাণাধীন একটি ভবনে আকস্মিক লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মো. নওয়াব (২৫) ও হাবিবুর রহমান (২৪) নামে নির্মাণশ্রমিক।
জানা যায়, রাত দেড়টার দিকে ইস্ট বেঙ্গলের ১০ তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে লিফটে একটি ভারী যন্ত্র নামানোর সময় তার ছিঁড়ে ২ শ্রমিক নিচে পড়ে যায়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ও নওয়াবকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি ঝালকাঠী জেলায়। নওয়াবের বাড়ি শরীয়তপুর।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করছেন।
