যশোর প্রতিনিধি : যশোরে মোবাইল ফোনের একটি শো-রুমে অভিযান চালিয়ে এক হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র, একই ব্যক্তির শতাধিক ছবি, একটি ল্যাপটপ ও ৩ টি কম্পিউটার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় আটক করা হয়েছে ৪ জনকে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে যশোর শহরের জেস টাওয়ারের সামনে শফিউল্লাহ কমপ্লেক্সের মোবাইল প্লাজায় অভিযান চালিয়ে ওইসব ভূয়া জাতীয় পরিচয়পত্র ও তৈরির উপকরণ জব্দ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই অফিসের ম্যানেজার ফিরোজ, কর্মচারী দুরন্ত, কৃষ্ণ ও ইকরামকে আটক করেছে পুলিশ।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই শো-রুমে অভিযান চালিয়ে এক হাজারের বেশি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও একই ব্যক্তির শতাধিক ছবি উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই অফিসের একটি ল্যাপটপ ও তিনটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়। সেইসাথে অফিসটিও সিলগালা করা হয়েছে।
