মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণচড়া এলাকা থেকে ভারতীয় ৪ নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আটককৃতদের শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছে সঞ্জুস ভট্টাচার্য (৫৩), ধণীমন কাশীয়া (৩৬), নিরামল বিদ্যাকর (২৮) ও শংকর দে (২৬)। আটককৃতদের সবার বাড়ি ভারতের ধলাই জেলার কমলপুর গ্রামে।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার হরিণচড়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।