শ্যামলবাংলা ডেস্ক : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জন এ দাড়িয়েছে। চলতি সপ্তাহের প্রথমদিকে মেক্সিকোর উপকূলে ইনগ্রিড নামে ওই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সৃষ্ট ঝড়ে ৯৭ জনের মুত্যৃর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে এখন পর্যন্ত উদ্ধারকারী দল ওই এলাকা থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। দেশটির উপকূলীয় গ্রাম ল্যা পিনতাদাতে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট প্রচণ্ড বৃষ্টি ও ভূমিধ্বসে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে এক সপ্তাহ ধরে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে পড়েছে ওই এলাকার জনসাধারণ।
গভর্নর মারিও লোপেজ ভালদেজ জানিয়েছন, ঘূর্ণিঝড়ের ফলে এখানকার উপকূলীয় গ্রামগুলোর প্রায় ১ লক্ষ মানুষ তাদের সহায় সম্বল হারিয়েছে। দূর্গত এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন।
