ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে একটি অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ত্রীমোহনী বাজারে ইফাদ অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আসলাম হোসেন (৪০) ও সফিউদ্দীন (৩৫) নামের ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন আব্দুল্লাহ (২৮) ও খায়রুল হোসেন নামের আরও ২ শ্রমিক। নিহত শ্রমিক সফিউদ্দীনের বাড়ি স্থানীয় নওদাপাড়া গ্রামে এবং খায়রুল হোসেনের শৈলকুপা উপজেলা শহরে।
জানা যায়, মিলের ব্রয়লারে পানি স্বল্পতার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আশপাশের শত শত গ্রামবাসী, পুলিশ ও ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত আব্দুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বয়লার বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
