শ্যামলবাংলা ডেস্ক : এবার নকিয়া সুলভ দামে বাজারে আনছে নতুন উইন্ডোজ ৮ ফোন লুমিয়া ৬২৫। ২৬ সেপ্টেম্বর থেকে ওই নতুন হ্যান্ডসেট বিক্রি শুরু করার উদ্যোগ নিয়েছে নোকিয়া। পাশাপাশি প্রথম ২শ ৫০ জন গ্রাহকের জন্য আকর্ষণীয় মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নোকিয়া লুমিয়া ৬২৫-এ রয়েছে ৪.৭ ইঞ্চি সুপার সেনসিটিভ এলসিডি স্ক্রিন, চতুর্থ প্রজন্মের প্রযুক্তি সমৃদ্ধ ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুবিধা। ভিন্ন ভিন্ন ৫টি উজ্জ্বল রঙে বাজারজাত করা হবে ওই হ্যান্ডসেট। এছাড়া আরও রয়েছে খোলস পরিবর্তন করার সুবিধা। এতে রয়েছে এক্সবক্স লাইভ, মাইক্রোসফট অফিস এবং ৭ জিবি অনলাইন স্কাইড্রাইভ স্টোরেজ, টেম্পল রান ও হোয়াটস অ্যাপ ছাড়াও এক লাখ ৬৫ হাজারের বেশি অ্যাপস। আরও থাকছে নিরাপদ ও দ্রুত গতির ইন্টারনেট এক্সপ্লোরার ১০ ব্রাউজার। ফলে গ্রাহকরা সহজেই ভিডিও, গেমস ও অন্যসব কনটেন্ট দ্রুতগতিতে দেখতে পাবেন। এছাড়া হ্যান্ডসেটটিতে এসডি মেমোরি কার্ড ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত নোকিয়া এমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন, নকিয়া এ পর্যন্ত যেসব বৃহৎ স্ক্রিনের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে সেগুলোর মধ্যে লুমিয়া ৬২৫ হচ্ছে সাশ্রয়ী দামে পরিপূর্ণ আর্কষণীয় সেট। মূল্যছাড় প্রসঙ্গে তিনি জানান, বিশেষ করে বাংলাদেশের ক্রেতাদের মধ্যে প্রথম ২শ ৫০ জন নকিয়ার নির্ধারিত ৫টি স্টোর থেকে এই সেট কিনলে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
