স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে স্নাতক শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেবে। তিনি বলেন, বাবা-মা সন্তানদের দেখাশোনা করবে। আর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র। তিনি ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরনকালে এক সমাবেশে ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ করে ১ লাখ ৪৫ হাজার শিক্ষককে সরকারী চাকরি দেওয়া হয়েছে। ১ কোটি ১৯ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। বিসিএস পরীক্ষায় এখন আর প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটে না। বছরের শুরুতেই গরিব-ধনী সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এসব কাজ অতীতে কেউ করতে পারেনি।
বিরোধী দলের নেতাকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি দেশের কথা ভাবেন না। ধন-সম্পদ তার সবচেয়ে প্রিয়। জিয়াউর রহমান মারা যাবার পর তাকে কাঁদতে দেখা যায়নি। কিন্তু ক্যান্টনমেন্টের বাড়ী ছাড়ার সময় তার সেকি কান্না। পক্ষান্তরে শেখ হাসিনা বিশ্বাস করে প্রজার সুখেই রাজার সুখ। তাই তিনি পৈত্রিক ভিটে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী জনগণের নামে লিখে দিয়েছেন।

সমাবেশে মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু, আব্দুল ওয়াদুদ অদু, বশিরুল ইসলাম শেলু, উপজেলা চেয়ারম্যান শাহ মুহাম্মদ বুরহান উদ্দিন, গোলাম রব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী নিজ তহবিল থেকে গণপদ্দি, বানেশ্বর্দী, নকলা, উরফা, গৌরদ্বার ইউনিয়নের অতিদরিদ্র ১ হাজার ২শ মানুষকে একটি করে কম্বল ও সুয়েটার ৬শ মেধাবী শিক্ষার্থীকে ১টি করে সুয়েটার প্রদান করেন।
