স্টাফ রিপোর্টার : শেরপুরে পতিতাবৃত্তির অভিযোগে এক মহিলা ও ৪ খদ্দের গ্রেফতার হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে শহরের রাজবল্লভপুর এলাকার এক বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার নিয়মিত মামলা ও ৭ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে তাদের জেলহাজতে প্রেরণ করেন। এরা হচ্ছে শহরের দূর্গানারায়ণপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে শাহ আলম (৩০), শিমুলতলী গ্রামের আব্দুর রশিদের পুত্র কমল মিয়া (২৮), কৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের পুত্র শফিকুল ইসলাম (২৮),এ্কই গ্রামের হাবিল উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২০) ও আন্ধারিয়া বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস রুমী (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লার শাহ আলমের হাফ বিল্ডিং বসতবাড়িতে অভিযান চালিয়ে শাহ আলমসহ ওই ৫ জনকে আটক করে। ওইসময় অজ্ঞাতনামা আরও ২/৩জন দৌড়ে পালিয়ে যায়। মামলা সূত্রে প্রকাশ, আটক শাহ আলম ওই বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন যাবত ওই বাসায় ‘মিনি পতিতালয়’ স্থাপন করে বিভিন্ন এলাকা থেকে মেয়ে ও পুরুষ খদ্দের সংগ্রহ করে পতিতাবৃত্ত্ িপরিচালনা করে আসছে। ওই ঘটনায় সদর থানার এসআই বন্দে আলী বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
