স্টাফ রিপোর্টার : শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু কাপে নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা কাপে ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ বালকদের ফাইনালে নালিতাবাড়ীর ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শেরপুর সদরের রাজবল্লভপুর রামকিশোর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বালিকা গোল্ডকাপ ফুটবলে ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে শেরপুর সদরের তারাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংশিত ছিল।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, বিশেষ অতিথি পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হোসেন বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। বঙ্গবন্ধু কাপে নালিতাবাড়ীর রিয়াদ সেরা খেলোয়াড় ও শেরপুরের ছিদ্দিক ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং বঙ্গমাতা কাপে ঝিনাইগাতীর মিমি আক্তার সেরা খেলোয়াড় ও মার্জিয়া ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে।
