শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাহেরা বেগমের হাতে চাইল্ড ফ্রেন্ডলী কর্ণার প্রোগ্রামের শিক্ষা ও বিনোদন সামগ্রী বিতরন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ওইসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
শ্রীবরদী এডিপি’র ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরেফিকেশন জানান, শিশুদের মেধা ও মনোন বিকাশে পাঠ্য বই এর পাশাপাশি অন্যান্য বই পড়া, খেলাধুলা, সঙ্গিত ও বিনোদনের বিকল্প নেই। তাই শিশুদের সার্বিক বিকাশের জন্য এডিপি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় প্রাথমিক স্কুল পর্যায়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃপক্ষের তত্তাবধায়নে বই, বুক স্লেফ, টেবিল চেয়ার, বিনোদন সামগ্রী-হারমনোনীয়াম, তবলা বিতরণ করেন শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরেফিকেশন। চাইল্ড ফ্রেন্ডলী কর্ণার’র মেটিরিয়াল ডিষ্টিবিউশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক শামছুন্নাহার, নাছিমা খানম, শ্রীবরদী এডিপি’র কাস্টমার সার্ভিস অফিসার (সিএসও) প্রাণসন দালবত, সাংবাদিক কে এম ফারুক ও ওই প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
