ইয়ানুর রহমান, যশোর : সেনাবাহিনীতে চাকরির জাল যোগদানপত্র দেওয়ার অভিযোগে যশোরে ভূয়া মেজরকে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান নামে ওই ভূয়া মেজরকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের সিরাজ শিকদারের ছেলে।
যশোর মডেল থানার এএসআই শারমিন জানান, মোস্তাফিজ এক তরুণকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া যোগদানপত্র প্রদান করে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
