শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, স্বৈরতান্ত্রিক সরকারের আমলে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা পুলিশকে সেভাবে ব্যবহার করছি না। তিনি ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়ীতে আগুন দেয়ার ঘটনা পরিদর্শনের সময় ওই কথা বলেন।

তিনি বলেন, যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে, তারা সমাজের শত্রু, জনগণের শত্রু। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে এ ধরনের কোনো আক্রমণকে পুলিশ বাহিনী স্বাভাবিকভাবে নেবে না। প্রতি আক্রমণ করবে। যারা জড়িত তাদের সাবধান করে দিতে চাই, কেউ রেহাই পাবে না।
বুধবারের হরতালে ওই স্থানে শিবির কর্মীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল ইকবাল। সাতকানিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, যারা কাণ্ডগুলো ঘটিয়েছে, যারা উস্কানিদাতা, যারা অর্থদাতা, কাউকে ছাড় দেয়া হবে না।
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ডিআইজি নওশের আলী খান, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশের সুপার কে এম হাফিজ আক্তার, র্যাব-৭ এর অধিনায়ক কমান্ডার এম সাহেদ করিম।
