জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : ‘নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক’ শীর্ষক এক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডারেটরের দায়িত্ব পালন করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর মহাসচিব ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, উপজেলা নির্বাহী অফিসার আবেদ আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুস সবুর, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা সরকার, প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরা, ওয়াল্ড ভিশন এর সম্বয়কারী বুলি হাগিদগ নারী নেত্রী জোবায়দা হাবিব, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা আকলিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিসয়ক কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,এনজিও প্রতিনিধি এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সংগঠেেনর প্রতিনিধিগণ।