স্টাফ রিপোর্টার : আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরুর মাত্র দুদিনের মাথাতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি খন্দকার মোঃ খুররম।
তিনি ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে সাক্ষাত করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এরপর তিনি দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সফল বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মিয়া, ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসূফ আলী, অনন্ত কুমার রায় মাস্টার, প্রভাষক বিশ্বজিত কুমার রায়, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক ওমর আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক আহম্মেদসহ তৃণমূলের অবহেলিত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি তেতুলতলা বাজারে বিভিন্ন স্তরের মানুষের সাথে দেখা-সাক্ষাত করেন। এসময় হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনসহ দলীয় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
