শ্যামলবাংলা ডেস্ক : লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারী ২ দুর্বৃত্ত শনাক্ত হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশের আইডেনটিটি প্যারেডে তাদের শনাক্ত করেন এটিএন বাংলার লন্ডন কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজ আলম বক্স। এটিএন বাংলার ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে তিনি ওই দুজনকে সনাক্ত করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে হামলাকারীদের রাজনৈতিক পরিচয়সহ মদদদাতাদের সন্ধান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন।
ওই কর্মকর্তা আরও বলেন, তাদের ধারণ করা সিসি ক্যামেরার ছবি অনুযায়ী সেদিন ৭ জন হামলাকারী এক সঙ্গে এসেছিল। এদের মধ্যে ৫ জন অফিসের ভেতরে ঢোকে। হামলার যে ছবি গণমাধ্যমে এসেছে, তা তাদের ক্যামেরায় ধারণ করা নয় বলেও জানান তিনি। তবে রাজনৈতিক কারণেই তথ্যমন্ত্রীর ওপর এই হামলা হয়েছে বলে দাবি করলেও আইনগত বাধ্যবাধকতার কারণে আর কোনো তথ্য সাংবাদিকদের জানাতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর লন্ডনে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা’র ওই শাখায় হামলার মুখে পড়েন তথ্যমন্ত্রী ও মহাজোটের শরিকদল জাসদ সভাপতি ইনু। ওই হামলার পর থেকেই আওয়ামী লীগ ও জাস নেতারা বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন।