শ্যামলবাংলা ডেস্ক : প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা উন্নীতকরণ এবং শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ১৮ সেপ্টেম্বর বুধবার সংসদভবনে অনুষ্টিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩৭তম বৈঠকে ওই সুপারিশ ও পরামর্শ দেয়া হয়েছে। বৈঠকে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদ প্রথম শ্রেণীতে উন্নীতকরণের সুপারিশও অতিদ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া বিদ্যালয়বিহীন এলাকায় বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে উঠা বিদ্যালয়কে সরকারের সকল সুযোগ সুবিধা প্রদান এবং ছাত্র-ছাত্রীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আলহাজ মমতাজ বেগমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, মো. আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন অংশ নেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।