শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের হোতাপাড়া মনিপুর এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকালে মণিপুরের গিলাগাছিয়া এলাকার অ্যালিগেন্স শিল্প গ্রুপের কেসোপিয়া সোয়েটার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানার বাইরে বেরিয়ে যায়। এসময় তারা সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরির দাবিতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। পরে শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করে। ওইসময় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে, কেসোপিয়া সোয়েটার ফ্যাশন লিমিটেডের অন্তত: ৫ হাজার শ্রমিকের বিক্ষোভ-অবরোধ ও পুলিশ শ্রমিকের সংঘর্ষের ওই ঘটনায় পার্শ্ববর্তী জাহিনটেক্স ও গিভেন্সি ফ্যাশন লিমিটেডে ছুটি ঘোষণা করা হয়। পরে সব শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। এতে নারী শ্রমিকসহ কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। মঙ্গলবারও একই দাবিতে পুলিশের রাবার বুলেটে ১০ শ্রমিক আহত হয়।
কেসোপিয়া সোয়েটার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্তকাজে যোগ দেবেন না তারা।