শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন কর্মকান্ড বিরোধী দলের চোখে না পড়া প্রসঙ্গে তিনি ১৮ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের নেতাকে ওই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী সিরাজুল আকবরের এক প্রশ্নের জবাবে সংসদে বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক অবকাঠামো, উড়াল সেতু, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট নির্মানের মাধ্যমে দেশের যে উন্নয়ন হয়েছে, তা বিরোধী দলীয় নেতা চোখে দেখেন না। অথচ অচিরেই আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মালিক হচ্ছি এবং ২০২০ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি। এরই মধ্যে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৪৪ মার্কিন ডলারে উপনিত হয়েছে। এরপরও যদি বিরোধীদলীয় নেতার চোখে ওইসব উন্নয়ন চোখে না পড়ে তাহলে তাকে তো কিছু বলা যায়না। এজন্য তাকে বলছি, আপনি চোখের ডাক্তারের কাছে যান, চোখ দেখান।




