শ্যামলবাংলা ডেস্ক : অক্টোবরের জন্য পরিকল্পিত মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ব্রাজিলের রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ। খবর ব্রাজিলের টেলি-রেডিও চ্যানেল ’গ্লোবু’।
ওই রেডিও চ্যানেলটি জানিয়েছে , ব্রাজিলের নাগরিকদের উপর মার্কিনী জাতীয় নিরাপত্তা এজেন্সির বৈদ্যুতিক গোয়েন্দাবৃত্তির খবর দেখা দেওয়ায় তিনি ওই সিদ্ধান্ত নেন।
এ নিয়ে মঙ্গলবার রাতে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সাথে দিলমা রুসেফের ২০ মিনিট ব্যাপী টেলিফোন আলাপ হয়েছে সে সময়ে ওবামা ব্রাজিলের রাষ্ট্রপতিকে পরিকল্পিত ২৩শে অক্টোবরে আমেরিকা সফর বাতিল না করার জন্য বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দিলমা রুসেফ নিজের সিদ্ধান্ত বদলাননি। ওই সফরে হোয়াইট হাউজে প্রেসিডেন্টর ভোজসভায় অংশগ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতি দিলমা রুসেফের। এ বছরে বারাক ওবামার অংশগ্রহণে এটি ছিল এ ধরণের একমাত্র অনুষ্ঠান