শ্যামলাবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর সকল আর্থিক প্রতিষ্ঠানসহ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানিয়েছে গণহজাগরণ মঞ্চ। জামায়াত আহুত হরতালের প্রতিবাদে মিছিল শেষে ১৮ সেপ্টেম্বর দুপুরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ওই দাবী জানান।

তিনি বলেন, ইতিমধ্যে উচ্চ আদালত ও নির্বাচন কমিশন বাংলাদেশ বিরোধী অপশক্তি জামায়াতের নিবার্চন করার অধিকার বেআইনি ঘোষণা করেছেন। সরকারের উচিত অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করা।
আগামীকাল বৃহস্পতিবারও বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ হরতালবিরোধী মিছিল করার ঘোষণা দিয়েছেন ইমরান এইচ সরকার।
এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিল বের করা হয়। এতে অংশ নেয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড়, জিপিও হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মুক্তিভবন থেকে রাজধানীতে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি যুবলীগের মিছিলের সঙ্গে মিশে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।
