স্টাফ রিপোর্টার : শেরপুরে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর-জামালপুর মহাসড়কের আমতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন (২৫) জামালপুর জেলা সদরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার দুপুরে শেরপুর-জামালপুর মহাসড়কের সদর উপজেলার আমতলী এলাকায় জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক হৃদয় হোসেন ৪ ট্রলিযাত্রী গুরুতর আহত হয়। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় হোসেনকে মৃত ঘোষনা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ও জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল আমিন শেরপুরের নন্দির বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
