শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এমপির আদর্শে অনুপ্রানিত হয়ে ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে শ্রীবরদী পৌরশহরে কলেজ রোডস্থ উপজেলা জাপা’র কার্যালয়ে গোশাইপুর ইউনিয়ন ছাত্র দলের অর্ধশতাধিক নেতাকর্মী ইউনিয়ন জাপা’র সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলীর নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
উপজেলা জাপা’র সভাপতি আকরাম হোসেন মন্টুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনে জাপা’র সমন্বয়কারী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোস্তাইন বিল্লাহ, যুগ্ন আহ্বায়ক ফারুক পারভেজ, শফিকুল ইসলাম শফিক, যুব নেতা শাহ-আলম, গোসাইপুর ইউনিয়ন জাপা’র সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র নেতা তিতুমীর, আশরাফুল হক সোহেল, কবির হোসেন, রুকুনুজ্জামান রুকন প্রমুখ।
