শ্যামলবাংলা ডেস্ক : জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে ওই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
ওই সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ সাত্তার খান, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, আব্দুল আজিজ শিকদার, মোহাম্মদ আলী খান ও আব্দুর রহমান খান প্রমুখ।
