শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের জন্য স্থায়ী পে-কমিশন গঠন করা হবে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট আয়োজিত শিক্ষা দিবসের আলোচনায় তিনি ওই কথা বলেন।
তিনি বলেন, সংবিধানে আমরা এখন পর্যন্ত ‘শিক্ষার প্রকৃত অধিকার সম্পৃক্ত করতে পারিনি। আগামীতে ক্ষমতায় এলে সংবিধানে শিক্ষা অধিকার আইন সম্পৃক্ত করবো। তবে এ সরকারের আমলেই শিক্ষকদের পে-কমিশন সংবিধানে সম্পৃক্ত এবং বাস্তবায়ন করা হবে।’
বর্তমান শিক্ষা কমিশনে অনেক অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অসঙ্গতি দূর করতে সরকার কাজ করে যাচ্ছে।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের কাজ শুধু সুপারিশ করা। বাস্তবায়নের দায়িত্ব মন্ত্রীদের।
মেনন বলেন, ‘অর্থমন্ত্রীর কারণেই শিক্ষকদের এমপিওভুক্ত করা সম্ভব হচ্ছে না। এমপিওভুক্ত করার ক্ষেত্রে তিনি বাজেটের দোহাই দিয়ে সংসদ সদস্যের মতামত উপেক্ষা করেছেন।
বর্তমান শিক্ষানীতি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক উল্লেখ করে মেনন বলেন, এ শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেয়া হবে। কিছুসংখ্যক কওমী মাদ্রাসা ছাড়া সবাই এ শিক্ষানীতি গ্রহণ করেছে। বর্তমান শিক্ষানীতি সার্বজনীন।
অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজীদ, গণস্বাক্ষরতা অভিযানের পোগ্রাম ম্যানেজার কেএম এনামুল হক প্রমুখ ।
