ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রামে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৭, ২০১৩ ৩:০৭ অপরাহ্ণ

Kurigram__District_Map_Bangladesh-9-300x179কুড়িগ্রাম সংবাদাতা : সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে কুড়িগ্রামে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে কুড়িগ্রাম-রংপুর ও লালমনিরহাট জেলা মোটর মালিক ও শ্রমিক ঐক্যজোট যৌথভাবে  ওই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। আকস্মিকভাবে সোমবার মধ্যরাতে মাইকিং করে ওই পরিবহন ধর্মঘটের কথা জানান তারা।
পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম জেলা সদরসহ ৯ টি উপজেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রী সাধারণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিত্যপণ্য, কাঁচামাল ও পচনশীল পণ্য নিয়ে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ সারাদেশের দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ও ট্যাংকলরিসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, প্রধান-প্রধান সড়কে নছিমন, করিমন, জেএসএ, ভটভটি ও অতিরিক্ত বিআরটিসি বাস চলাচল বন্ধ এবং পৌরসভাগুলো কর্তৃক অবৈধভাবে টোল আদায় বন্ধের দাবিতে ওই ধর্মঘট চলছে।
জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ যানবাহনগুলোর চলাচল বন্ধের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!