শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ২৪ অক্টোম্বরের মধ্যে আওয়ামীলীগ তত্বাবধায়ক সরকারের দাবী না মানলে ২৫ অক্টোম্বর থেকে কঠোর আন্দোলন শুরু হবে। ১৬ সেপ্টেম্বর তিনি উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিন রাজশাহীর জনসভায় সরকারকে ওই হুশিয়ার দেন।

রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান কোরআন কিম্বা বাইবেল নয়। এখনও সময় আছে সংসদে সংশোধনের বিল আনুন। নইলে কঠোর আন্দোলন। ২৪ অক্টোম্বরের পর ঢাকা মূখি কর্মসুচীর আভাস দিয়ে খালেদা বলেন, সারাদেশের মানুষ ঢাকার দিকে যাওয়ার সাড়া দিয়েছে। আপনারা সবাই সেই কর্মসুচীতে আসবেন। আওয়ামী লীগ ‘পাতানো’ নির্বাচনের ‘ষড়যন্ত্র’ করছে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।
