স্টাফ রিপোর্টার : শেরপুর শহীদ মুুক্তিযোদ্ধা স্মৃতি ষ্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বিকেলে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে জেলা প্রশাসক জাকীর হোসেন টুর্ণামেন্টের শুভ উদ্বেধন ঘোষনা করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, ইউএনও আইরিন ফারজানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, জেলা ফুটবল উপ-পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ অদু ও সাধারণ সম্পাদক মানিক দত্ত।
উদ্বোধনী খেলায় শেরপুর সদরের রাজবল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ৫-০ গোলে নকলা মডেল স্কুল এবং ঝিনাইগাতী সারি কালিনগর প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা শ্রীবরদী বিলভরট বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে। টুর্নামেন্টে ৪ উপজেলার ৮টি বিদ্যালয় অংশ নিচ্ছে। ১৯ সেপ্টেম্বর এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
