শ্যামলবাংলা ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইএএ’র পাঁচদিনব্যাপী বার্ষিক সম্মেলন। এই সংস্থার ১৫৯টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সেখানে পারমানবিক নিরাপত্তা, আনবিক বিদ্যুত শক্তির উত্পাদন ও সেই বিষয়ে গবেষণা নিয়ে. আলোচনা করবেন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রায়ত্ত কোম্পানী ‘রসঅ্যাটম’-এর প্রধান সের্গেই কিরিয়েনকো। আজ রাশিয়ার প্রতিনিধিদলের বৈঠক হবে আমেরিকার সদ্যনিযুক্ত নতুন শক্তিসম্পদ মন্ত্রী এর্নস্ট মোনিসের সাথে। সেখানে তারা শান্তিপূর্ণ উপায়ে পারমানবিক প্রযুক্তির েেত্র গবেষণায় সহযোগিতার বিষয়ে স্বার করবেন। ইএএ’র সম্মেলন শেষ হবে ২০শে সেপ্টেম্বর।