সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ‘আপনারা কেমন আছেন?’ শীর্ষক নারীদের নিয়ে অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে।
উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় অনুশাসন, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, শিক্ষা সামাজিক বিষয়সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ও সকল ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকার উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মো. এনামূল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা দিলরুবা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহেদুজ্জামান।
