পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পত্নীতলায় ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ র্যাবের হাতে আটক ৪ জনকে ১৬ সেপ্টেম্বর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে নজিপুর ঘোষপাড়া গ্রামের টুকু ঘোষের পুত্র নজিপুর সরদারপাড়া মোড় এলাকার ঔষধ ব্যবসায়ী উত্তম ঘোষ (২৮), পলিপড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র একই এলাকার চা ব্যবসায়ী মফিজুল (২৫), পাবনা সুজানগরের আবুল কাশেমের পুত্র পত্নীতলায় হামদর্দ কোম্পানীতে চাকুরীরত সজিবুর রহমান সম্রাট (২২) ও মহদেবপুর উপজেলার বাশরা গ্রামের রইচ শাহর পুত্র আরাফাত (২৪)। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
জানা যায়, রবিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট এর একটি টহলদল উপজেলা সদরের নজিপুর সরদারপাড়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ৪ জনকে আটক করে। পরে লিখিত অভিযোগসহ তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করা হয়।