শ্যামলবাংলা ডেস্ক : মহাজোটের শরিকদল জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র ওপর লন্ডনে হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন ফেডারেশন। ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি মো. সামসুল হক নিউটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. এনামুল হক এনাম, জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আক্তার, মহানগর জাসদ নেতা মো. নুরুন্নবী প্রমুখ। এসময় বক্তারা বলেন, তথ্যমন্ত্রী জঙ্গীবাদ, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট অবস্থান নিয়ে কথা বলায় একটি মহলের মদদে দুর্বৃত্তরা তার উপর ওই হামলা চালিয়েছে। ওই হামলা রাষ্ট্রের উপর হামলা বলেও মন্তব্য করেন তারা।
