রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আয়নাল হক (৪০) নামে এক দিনমজুর। ১৬ সেপ্টেম্বর সোমবার ভোররাতে রাজীবপুর উপজেলার জাউনিয়ারচর লম্বাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই আত্মহত্যার ঘটনায় এনজিওগুলোর বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রাজীবপুর উপজেলার সাজাই মেম্বারপাড়া এলাকার আবু তাহেরের দিনমজুর পুত্র ও ২ সন্তানের জনক আয়নাল হক ব্র্যাক, আশা ও গ্রামীন ব্যাংক থেকে প্রায় দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করে। প্রতি সপ্তাহে তাকে কিস্তি দিতে হয়। কিন্তু এখন তার কোনো আয় রোজগার না থাকায় কিস্তি দিতে পারছিল না। এজন্য সে এনজিওগুলোর ভয়ে তার শ্বশুরবাড়িসহ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে পালিয়ে থাকত। ঘটনার কয়েকদিন আগ থেকে সে তার মামার বাড়ি রাজীবপুরের জাউনিয়ারচর লম্বাপাড়া গ্রামে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু নাছোড়বান্দা এনজিওগুলোর কর্মী তার আত্মীয়ের বাড়িতেই গিয়ে হাজির হয় রবিবার। তারা তাদের টাকার জন্য চাপ দিলে সোমবার সকালে কিস্তি পরিশোধের আশ্বাস দিয়ে রক্ষা পায়। কিস্তির টাকা না থাকায় এনজিও কর্মীদের যাওয়ার আগেই সে ভোরে আত্মহত্যা করে।
