শ্যামলবাংলা ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলেও পরমাণু কর্মসুচীর জন্য ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত আমেরিকা। এবিসি রেড়িও’র সাথে ১৫ সেপ্টেম্বর এক সাাতকারে ওবামা ওই কথা বলেন।

ওবামা বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের চেয়ে ইরানের পরমাণু ইস্যুটি অনেক বড় পরমানু শক্তিধর ইরান আমাদের স্বার্থের প্রাণকেন্দ্র ইসরাইলের জন্য অনেক বেশি হুমকি । তিনি বলেন, ইরানের জনগণকে বুঝতে হবে যে, সিরিয়ায় হামলা করিনি এর মানে এই নয় যে, ইরানে হামলা করব না।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্টমন্ত্রী সেগেৃই ল্যাভরভ সিরিয়ার রাসায়নিক অস্ত্র আর্ন্তাজাতিক নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে সমঝোতায় পেীছানোর আগেই ওবামা ওই মন্তব্য করলেন।
