স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবী সংস্থা শারির উদ্যোগে শেরপুর জেলা দলিত জনগোষ্ঠিকে সমাজের মূল স্রোতধায়ায় সম্প্রক্ত করণের লে improving Access to justice of Dalit Community through Human and Woman Right Education প্রকল্প বাস্তবায়ন করেছে। দলিত জনগোষ্ঠি যাতে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারে সেই ল্েয মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদত্ত সেবা সমূহ পায় সেইজন্য জেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০.৩০ মিনিটে দলিত জনগোষ্ঠির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলিত জনগোষ্ঠিকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করণের ল্েয সরকার কর্র্তক গৃহীত পদপে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন শারির জেলা সম্বনয়কারী সোলায়মান আহম্মেদ উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মিসেস আরমানা হক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নকলা, শেরপুর ও পঞ্চায়েত নেত্রীবৃন্দ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, দলিত জনগোষ্ঠিকে প্রশিণসহ সকল েেত্র তারা যাতে অগ্রাধিকার পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।