শ্যামলবাংলা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, খুলনায় টেক্সটাইল মিলের জায়গায় বিভাগীয় হাইটেক পার্ক নির্মাণের বিষয়টি চূড়ান্ত পর্যায় রয়েছে। প্রয়োজনীয় ভূমি হস্তান্তর হওয়া মাত্রই কাজ শুরু করা হবে। অর্থেরও সংস্থানও হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ত্বরান্বিত করতে বিভাগীয় পর্যায়ে হাইটেক-পার্ক নির্মাণের প্রক্রিয়া চলছে। এরপর জেলাগুলোতেও পর্যায়ক্রমে হাইটেক পার্ক নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি ১৪ সেপ্টেম্বর শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
বর্তমান এবং ভবিষ্যতে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ্য করে তিনি বলেন, এজন্য ওই খাতে দক্ষ জনবল তৈরি করতে হবে। দেশে প্রতি বছর ৫৫ হাজার ৫শ জন আইটিতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বর্তমানে সেক্ষেত্রে তৈরি হচ্ছে মাত্র ৫ হাজার ৫শ জন।
তিনি ছাত্র-ছাত্রীদেরকে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার আহ্বান জানিয়ে বলেন, নিত্য নতুন উদ্ভাবনা শক্তি ছাড়া আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ব। তিনি তাদের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলারও আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইটি সেক্টরের ঘনিষ্ঠ যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনে আইসিটি বিষয়ক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর ও খুবির সাইটে স্কুলের ডিন প্রফেসর রফিকুল ইসলাম। হাইটেক পার্ক সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মনিরুজ্জামান।

Lyjbvq wbg©vY n‡”Q wefvMxq nvB‡UK cvK©

k¨vgjevsjv †W¯‹ : Z_¨ I ‡hvMv‡hvM c«hyw³ gš¿Yvj‡qi mwPe bRi“j Bmjvg Lvb e‡j‡Qb, Lyjbvq ‡U·UvBj wg‡ji RvqMvq wefvMxq nvB‡UK cvK© wbg©v‡Yi welqwU P~ovš— ch©vq i‡q‡Q| cÖ‡qvRbxq f~wg n¯—vš—i nIqv gvÎB KvR ïi“ Kiv n‡e| A‡_©iI ms¯’vbI n‡q †M‡Q| wWwRUvj evsjv‡`k Kg©m~wP Z¡ivwš^Z Ki‡Z wefvMxq ch©v‡q nvB‡UK-cvK© wbg©v‡Yi c«wµqv Pj‡Q| Gici ‡Rjv¸‡jv‡ZI ch©vqµ‡g nvB‡UK cvK© wbg©v‡Y miKv‡ii cwiKíbv i‡q‡Q| wZwb 14 †m‡Þ¤^i kwbevi Lyjbv wek¦we`¨vj‡q ÔwWwRUvj evsjv‡`k wewbg©v‡Y Z_¨ I ‡hvMv‡hvM c«hyw³i f~wgKvÕ kxl©K Av‡qvwRZ ‡mwgbv‡i c«avb AwZw_i e³‡e¨ IBme K_v e‡jb|
eZ©gvb Ges fwel¨‡Z evsjv‡`‡k Z_¨ c«hyw³ Lv‡Z wecyj m¤¢vebvi K_v D‡jL¨ K‡i wZwb e‡jb, GRb¨ IB Lv‡Z `¶ Rbej ‰Zwi Ki‡Z n‡e| ‡`‡k c«wZ eQi 55 nvRvi 5k Rb AvBwU‡Z `¶ Rbe‡ji Pvwn`v i‡q‡Q| eZ©gv‡b ‡m‡¶‡Î ‰Zwi n‡”Q gvÎ 5 nvRvi 5k Rb|
wZwb QvÎ-QvÎx‡`i‡K bZyb bZyb D™¢vebx wPš—vi AvnŸvb Rvwb‡q e‡jb, wbZ¨ bZyb D™¢vebv kw³ Qvov Avgiv Avš—R©vwZK ‡¶‡Î wcwQ‡q coe| wZwb Zv‡`i AvZ¥wek¦vm‡K RvwM‡q ‡ZvjviI AvnŸvb Rvbvb Ges wek¦we`¨vj‡qi m‡½ AvBwU ‡m±‡ii Nwbô ‡hvMv‡hv‡Mi IciI ¸i“Z¡v‡ivc K‡ib|
wek¦we`¨vj‡qi DcvPvh© c«‡dmi W. ‡gvnv¤§` dv‡qK D¾vgv‡bi mfvcwZ‡Z¡ we‡Kj 4Uvq Lyjbv wek¦we`¨vj‡qi 1 b¤^i GKv‡WwgK fe‡b AvBwmwU welqK GK RvZxq ‡mwgbvi AbywôZ nq| ‡mwgbv‡i we‡kl AwZw_i e³e¨ iv‡Lb Ky‡q‡Ui DcvPvh© c«‡dmi W. ‡gvnv¤§` AvjgMxi I Lywei mvB‡U ¯‹y‡ji wWb c«‡dmi iwdKyj Bmjvg| nvB‡UK cvK© m¤ú‡K© c«eÜ Dc¯’vcb K‡ib BwmB wWwmwcb c«avb c«‡dmi W. gwbi“¾vgvb|
