শ্যামলবাংলা ডেস্ক : সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় ২ ঝুট ব্যবসায়ীকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে আশুলিয়ার গোড়াট এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিতে আহতরা হচ্ছে আশুলিয়ার চাঁনগাও এলাকার জব্বার মণ্ডলের ছেলে শামছুল হক (৩৪) ও বরকত উল্লার ছেলে ফজলুর রহমান (৩২)। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই ২ ঝুট ব্যবসায়ী মোটর সাইকেলযোগে আশুলিয়ার চাঁনগাও থেকে গাজীপুর কোনাবাড়ী যাওয়ার পথে গোড়াট এলাকায় পৌঁছলে একটি সাদা প্রাইভেটকার মোটর সাইকেলটির গতিরোধ করে। ওই সময় প্রাইভেটকার থেকে ৫/৬ জন সন্ত্রাসী বের হয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ২ ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদের কাছ থেকে একটি ব্যাগসহ ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
