স্টাফ রিপোর্টার : নবগঠিত শেরপুর জেলা রাজমিস্ত্রী-শ্রমজীবী সমবায় সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নৌহাটা খোয়ারপাড় এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, নবগঠিত সংগঠনের সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, জেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা বয়লার রাইস মিল মিস্ত্রী-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিচু।
দ্বিতীয় পর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে সমিতির কার্যালয় উদ্বোধন করেন।
