শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধু দুই দলের কথা না বলে দলগুলোর মধ্যে তুলনা করুন। যে নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভোট দিন। ১৪ সেপ্টেম্বর শনিবার শনিবার চট্টগ্রাম কাব মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে জয় ওই কথা বলেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ‘লেটস টক’ শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানে তরুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে জয় , মেধাবী ও যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জয় দেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, রূপকল্প-২০২১, তরুণদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বিএনপির পাচ বছরের ভয়ঙ্কর পরিস্থির বর্ণনা করে তিনি বলেন আমরা সেই কালো দিনে আর ফিরে যেতে চাইনা। নির্বাচনে বিরোধী দলের অনিশ্চয়তা সৃষ্টির অভিযোগ তুলে জয় বলেন, আমরা আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই এবং আমরা আলোচনা করতেও রাজি। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্র হিসেবে সংসদে ফিরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
স্বাধীনতার পর যে বিপ্লবকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই অসমাপ্ত বিপ্লব আবারও শুরু হয়েছে। বাংলাদেশকে এত দিন ’ফেইলর স্টেট’ বলা হতো, এখন বলা হচ্ছে ‘নেক্সট ইলেভেন’ ’রাইজিং স্টার’।’
