ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রাম দিয়ে এক যুবক ভারত থেকে একটি বস্তা নিয়ে এপারে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাকে ধাওয়া করলে যে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
