ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোলে তৌহিদ (১১) নামে এক স্কুলছাত্র ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। সে স্থানীয় রঘুনাথপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে এক মিলাদ অনুষ্ঠানে শহর আলীর মাছের ভেড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যায় তৌহিদ। পরে মিলাদ অনুষ্ঠান শেষে লোকজন ফেরার সময় তার লাশ পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
