ইয়ানুর রহমান, যশোর :যশোরের বেনাপোল সীমান্তের গাতিপাড়া তিন রাস্তার মোড় থেকে শুক্রবার সকাল ৭ টার সময় চোরাচালানীদের বিপুল পরিমানের ভারতীয় প্লাস্টিকের বিছানা, চাপাতি ও মটর পার্টস উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের গাতিপাড়া তিন রাস্তার মোড় থেকে শুক্রবার সকাল ৭ টার সময় চোরাচালানীদের ভারত থেকে পাচার করে নিয়ে আসা ৪’শ ৪ পিছ ভারতীয় প্লাস্টিকের বিছানা, ২’শ কেজি চা পাতি ও মটর পার্টস উদ্ধার করা হয়েছে। অভিযানকালে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল কাস্টমস এর আটকশাখায় জমা দেওয়ার জন্য যশোর বিজিবি হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে।