ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২২ যাত্রী। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত গভীররাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন এর একটি যাত্রীবাহী বাস গঙ্গাবর্দী এলাকায় পৌছলে ঢাকা থেকে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের আসাদুজ্জামান মিতু (৩২) তার স্ত্রী রেশমা বেগম (২৮) এবং মেয়ে তিশা (৫) নিহত হন। নিহতদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়। গুরুতর আহত অবস্থায় বাস ড্রাইভার সিরাজ (৪০) কে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। তার বাড়ি যশোর কোতোয়ালী থানায়। আহত ট্রাকের হেলপার আল-আমিন (৩০) এর অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুলিশ কনস্টেবল উত্তম (৩৫), শেখ সুলতান মাহামুদ (৩০), বিল্লাল হোসেন (৪০), জব্বার (৪০)। এদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও কালিগঞ্জে।
করিমপুর হাইওয়ে থানার এসআই লুৎফর রহমান জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

dwi`cy‡i moK `~N©Ubvq GKB cwiev‡ii 3 Rbmn wbnZ 4, AvnZ 22

dwi`cyi msev“vZv : dwi`cyi m`‡ii M½ve`©x GjvKvq evm-U«vK gy‡LvgywL msN‡l© GKB cwiev‡ii 3 Rbmn ‡gvU 4 Rb wbnZ n‡q‡Q| AvnZ n‡q‡Qb AviI 22 hvÎx| 13 †m‡Þ¤^i ïµevi ivZ Mfxiiv‡Z GKwU hvÎxevnx ev‡mi m‡½ U«v‡Ki gy‡LvgywL msN‡l© IB `yN©Ubv N‡U|
AvnZ‡`i g‡a¨ 12 Rb‡K dwi`cyi ‡gwW‡Kj K‡jR nvmcvZv‡j fwZ© Kiv n‡q‡Q| Ab¨‡`i c«v_wgK wPwKrmv w`‡q †Q‡o †`Iqv n‡q‡Q|
Rvbv hvq, mvZ¶xiv ‡_‡K XvKvMvgx Gmwc ‡Mv‡ìb jvBb Gi GKwU hvÎxevnx evm M½ve`©x GjvKvq †cŠQ‡j XvKv ‡_‡K h‡kviMvgx U«v‡Ki gy‡LvgywL msNl© nq| G‡Z NUbv¯’‡jB GKB cwiev‡ii Avmv`y¾vgvb wgZy (32) Zvi ¯¿x ‡ikgv ‡eMg (28) Ges ‡g‡q wZkv (5) wbnZ nb| wbnZ‡`i evwo mvZ¶xivi Kjv‡ivqv _vbvq| ¸i“Zi AvnZ Ae¯’vq evm WªvBfvi wmivR (40) †K nvmcvZv‡j ‡bIqvi ci gviv hvq| Zvi evwo h‡kvi ‡Kv‡Zvqvjx _vbvq| AvnZ U«v‡Ki ‡njcvi Avj-Avwgb (30) Gi Ae¯’v Avk¼vRbK| Zv‡K dwi`cyi ‡gwW‡Kj K‡jR nvmcvZvj ‡_‡K h‡kvi †gwW‡Kj K‡jR nvmcvZv‡j ¯’vbvš—i Kiv n‡q‡Q|
GQvov nvmcvZv‡j wPwKrmvaxb i‡q‡Qb cywjk Kb‡÷ej DËg (35), ‡kL myjZvb gvnvgy` (30), wejvj ‡nv‡mb (40), ReŸvi (40)| G‡`i evwo mvZ¶xivi Kjv‡ivqv I KvwjM‡Ä|
Kwigcyi nvBI‡q _vbvi GmAvB jyrdi ingvb Rvbvb, wbnZ‡`i jvk ¯^Rb‡`i Kv‡Q n¯—vš—‡ii c«wµqv Pj‡Q|
