শ্যামলবাংলা স্পোর্টস : দীর্ঘ এক যুগ পর এবার হারারেতে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ঐতিহাসিক ওই জয়ের মধ্য দিয়ে সমতায় সিরিজ শেষ করলো স্বাগতিকরা। ২০০১ সালের পর থেকে বাংলাদেশ ছাড়া এই প্রথম অন্য কোনো দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল জিম্বাবুয়ে।
৫ উইকেটে ১৫৮ রান নিয়ে ১৪ সেপ্টেম্বর শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে মাঠে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মিসবাহ-উল-হক ও আদনান আকমল। অধিনায়ক মিসবাহ একাই লড়ে গেলেও যোগ্য সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। মিসবাহ ৭৭ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই চাতারা ৫ উইকেট নিয়ে দলের ঐতিহাসিক জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের অর্ধশতকের ওপর ভর করে প্রথম ইনিংসে ২৯৪ রান করে স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৩০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন আগের ম্যাচে দ্বিশতক হাঁকানো ইউনিস খান। জিম্বাবুয়ের পক্ষে ব্রায়ান ভিতোরি ৫টি ও টিনাশে পানিইয়াঙ্গারা ৩টি উইকেট নেন।
৬৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পাকিস্তানি পেসার রাহাত খানের বোলিং তোপে স্বাগতিকরা ১৯৯ রানে গুটিয়ে যায়। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৪ রান।
কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মিসবাহদের। এর আগে একই মাঠে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ে বিপক্ষে ২২১ রানের বিশাল জয় পায় পাকিস্তান।